Chapter 3
রাজার বয়স হয়েছিল। তিনি তার ছেলে মেয়ের বিয়ের কথা ভাবছিলেন।
তিনি রাতে তার ছেলে মেয়েদের জন্য দোয়া করলেন।
পরের দিন,
তিনি তার ছেলে মেয়েকে তার কাছে ডাকেন।
এবং বললেন,
"বাবা, দেখ এখন তো আমার বয়স হয়েছে, আমি আজ আছি কাল নেই।"
তিনি কিছু বলার আগেই, রাজকুমারী সাং মিন তার বাবাকে থামিয়ে দিয়ে বলল,
" বাবা,খবরদার, এইসব কথা তুমি মুখেও আনবে না। তুমি জাননা আমি তোমায় কত ভালবাসি?"
রাজা বললেন,
"জানি,তাই তো আমি তোমাদের বিয়ে দেয়ার কথা ভাবছি। তোমরা আমায় বল কার কেমন পাত্র-পাত্রী চাই। আমি তোমাদের ইচ্ছামতই বিয়ে দেব।"
রাজকুমার এই কথা শুনে খুব খুশি হয়েছিল। কারন, সে একটি মেয়েকে ভালবাসত। যদিও মেয়েটি কোন রাজকুমারী ছিলনা। সে ছিল একটি গরিব ঘরের মেয়ে।
সে বিয়ের কথা শুনে খুশি হয়ে মেয়েটির কথা রাজাকে বলে ফেলে।
রাজা শুনে খুব খুশি হলেন এবং আগ্রহের সাথে মেয়টি এর ব্যাপারে জানতে চাইলেন।
সব শুনে অনেক ভেবে চিন্তে তিনি রাজকুমারকে বিয়ে করার অনুমতি দিলেন।
অন্যদিকে,
রাজকুমারী এই কথা শুনে যদিও প্রথমে খুব খুশি হয়েছিল কিন্তু পরে চুপ করে গিয়েছিল।
রাজা রাজকুমারের সাথে কথা বলার পর রাজকুমারী দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন,
"মা, তুমি কি কাউকে পছন্দ কর?"
রাজকুমারী মাথা নিচু করে উত্তর দিল,"না"
রাজা আবার জিজ্ঞেস করলেন,
"তোমার কেমন সামী চাই?"
রাজকুমারী উত্তর দিল,
"তোমার পছন্দই আমার পছন্দ। তুমি যার সাথে আমার বিয়ে দিতে চাও,আমি তাকেই বিয়ে করব।"
রাজা এই উত্তর শুনে খুব খুশি হন। হঠাত কেন যেন রাজকুমারীর চোখ দুটি ছলছল করছিল কিন্তু রাজা তা খেয়াল করলেন না।
এরপর রাজা রাজকুমারের বিয়ে দেন। রাজ্যে খুশির বন্যা বয়ে যায়। খুব ধুমধামের সাথে রাজকুমারের বিয়ে হয়ে যায়। এরপর রাজকুমার কে রাজ্যের সিংহাসনে বসানো হয়। সব প্রজারা তাকে রাজা হিসেবে মেনে নেয়।
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro