Chapter 2
এমনি করে অনেক বছর পার হয়ে গেলো।
রাজার ছেলে মেয়ে ২ জনেই বড় হয়ে গেছে। রাজকুমার সব কাজেই পারদর্শী। অন্যদিকে রাজকুমারী ও বড় হয়ে গেছে। কিন্তু তার বুদ্ধি একটু কম।
কিন্তু তবুও তার বিশেষ কিছু গুন ছিল। এই বয়স এ রাজকুমারীরা সাধারণত রুপ নিয়ে ব্যস্ত থাকে।
কিন্তু,
সাং মিন তেমন ছিল না। সে বিভিন্ন কাজে পারদর্শী ছিল।
রাজা কখন তার ইচ্ছের বিরুদ্ধে যান নাই। তাই তাকে কোন কাজ করতে বাধা দেন নাই।
রাজকুমারীর বিভিন্ন কাজে পারদর্শীতা বলতে,বিভিন্ন ধরনের হাতের কাজ,ছবি আকাঁ, কোনো কিছু বানানো, গান করা, নাচ করা ইত্যাদি।
রাজকুমারীর বই পড়তে তেমন ভাল লাগত না। কিন্তু তাও সে পরত তার অবসর সময়ে।
যে বই তার ভাল লাগত শুধু সেই বই পড়ত। তার চিন্তার জগত এইভাবে বাড়ত।
রাজকুমারীর আরেকটি গুন ছিল,সে যার জন্য মন থেকে দোয়া করত বা কিছু চাইত তা সত্যি হয়ে যেত।
কিন্তু, আজ পর্যন্ত সে নিজের জন্য কিছুই চায় নাই।
সে যা চেয়েছে, সব সময় অন্যের ভালোর জন্য চেয়েছে।
সে সব সময় ভাবত যা তার সাথে হবে তা ভালোর জন্য ই হবে।
রাজকুমারীর একটি বড় শখ ছিল এবং আছে। সে শখটি হল সারা পৃথিবী ঘুরে দেখার। সারা পৃথিবীর রুপ দেখার।
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro