Chapter 1
বহু বহু বছর আগে, দুরের এক দেশের এক রাজ্যে এক রাজ পরিবার বসবাস করতো।
সে রাজ্য ছিল অনেক সুখি।
সে রাজ্যের প্রজারা তাদের রাজাকে নিয়ে বহু গর্ব বোধ করত। আর প্রজারা সবাই তাদের ছেলে মেয়েদের নিয়ে খুব খুশি ছিল।
রাজার ছিল দুই সন্তান।একটি ছেলে এবং অপরটি মেয়ে। ছেলেটির নাম শিন লিরসাং জিন এবং মেয়েটির নাম শিন সাং মিন।
রাজার ছেলে মেয়েদের মধ্যে ছেলে ছিল বড় এবং মেয়ে ছিল ছোট।
তারা ২ জনে সবসময় সবার সাথে খেলত, সবাইকে সম্মান করত। সবার সাথে হাসিমুখে কথা বলত।
রাজা তার ছেলে ও মেয়ের আচারনে মুগ্ধ হয়ে জেতেন।
কিন্তু,
রাজার ছেলে অর্থাৎ রাজপুত্র তার বোনকে একটুও ভালবাসত না। কারন রাজা তার ছোট বোনকে তার চেয়ে মনে হয় একটু বেশি ই ভালবাসত।
তাই সে সবসময় তার ওপর অভিমান করে থাকত।
আর তার বোন তার সাথে কথা বলতে বা খেলতে আসলে সে কাজের বাহানা দিয়ে চলে জেত।
রাজা সব জানত। কিন্তু কিছু বলতেন না। তিনি ভাবতেন এতে তার ছেলের কোন দোস নাই।
সব দোস ত তার নিজের। তিনি তার মেয়েকে সময় দিতে গিয়ে ছেলেকে সময় দিতে পারেন নাই।
বেচারা রাজাই বা কি করবে,তার মেয়ে মায়ের আদর পায় নাই।
কারন তার জন্মের সময় রানি মারা গিয়েছিলেন।
তাই রাজা চেয়ে ছিলেন ওর মায়ের অভাব পুরন করে দিতে।
কিন্তু, হায়!
তিনি কি ভেবেছিলেন, তার মেয়ের অভাব পুরন করতে গিয়ে তার ছেলের কথা ভুলে জাবেন?
যার ফলে তার ছেলের মন এত অভিমানি হয়ে উঠবে?
amazing cover made by Knishka_1401a_1401
banner by MoonOfTonight
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro