Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

3


তার কিছু দিন পর মাহবুব ভাই নিতুর কলেজে এসে হাজির। সেদিন নিতুর কলেজে অ্যানুয়েল কালচারাল ফাংশান। নিতু মহা সেজেগুজে শাড়ি পরে অনুষ্ঠানে হাজির হলো। কালাচারাল ইভেন্টে নিতুর গান গাওয়ার কথা। কিন্তু মাহবুব ভাইকে দেখে তাঁর গলা শুকিয়ে এলো।
তিনি কেনো এসেছেন??
সাথে অাবার চারটে মেয়ে বন্ধু। নিতু একবার ভাবলো নিজে থেকে গিয়ে কথা বলবে, কিন্তু মেয়ে বন্ধুগুলো উনাকে এমনভাবে লেপ্টে অাছেন যে, কাছে ঘেঁষাই দায়.....
মাহবুব ভাই পরে এসেছেন, এশ অার পিংকের ব্লান্ডার করা একটা সুন্দর পাঞ্জাবি। অার কি লম্বা লাগছে দেখতে, মাথা ভর্তি তো সবসময়কার মত একরাশ ঝাকড়া চুল। দেখেই নিতুর একটু পরপর মাথা ঝিমঝিম করে চোখ ঝাপসা হয়ে অাসছিলো। মাহবুব ভাই যেনো নিতুকে খেয়ালই করলেন না, অন্য সব্বাইর সাথে কি সুন্দর হাত নেড়ে নেড়ে কথা, অার নিতু, যেনো চেনেই না নিতুকে!

একরাশ মন খারাপ নিয়ে নিতু গান গাইলো,
"বড় কষ্টে পাওয়া... প্রাণের চাওয়া... "


কে শুনে কার গান?? নিতুর গানের সময় মাহবুব ভাই চা-খেতে বাইরে চলে গেলেন। নিতুর ইচ্ছে করলো, এই পৃথিবীর সব চা-ওয়ালাকে তক্ষুনি বোম বার্স্ট করে মেরে ফেলে।

ফাংশানের এক ফাঁকে নিতু মাহবুব ভাইয়ের চেয়ারের পেছনে গিয়ে দাঁড়ালো।
তোতলানো কণ্ঠে জিজ্ঞেস করলো,
--------অাপনি ভালো অাছেন মাহবুব ভাই??
মাহবুব ভাই অাকাশ ফাটিয়ে ঝারি দিলেন,
-------ভালো ছিলাম, এই এখন তুই অামাকে জিজ্ঞেস করলি, এজন্য খারাপ অাছি, খুব খারাপ অাছি। কত বড় বেয়াদব, অামাকে কিনা জিজ্ঞেস করে, অামি কেমন অাছি?? এক্ষুণি অামি তোর খোঁপা খুলে সব ফুল মাটিতে পিষে দেবো।

--------অামি তো এমনি জিজ্ঞেস করলাম।
------মুখে মুখে তর্ক... এমনি জিজ্ঞেস করলাম।

মাহবুব ভাই উঠে দাঁড়ালেন, নিতুর হাত ধরে সবার সামনে দিয়ে টেনে নিয়ে এলেন, সায়েন্স বিল্ডিং এর নিরিবিলি এক ক্লাস রুমে, এসেই ঝাঁকি দিয়ে দাঁড় করালেন।

নিতু কান্না কান্না গলায় বললো,
--------অার কোনোদিন অামি অাপনাকে ভালো অাছেন, জিজ্ঞেস করবো না, কোনোদিন না।
------অাজ যে জিজ্ঞেস করেছিস, সেই শাস্তি অাগে হোক তোর।
মাহবুব ভাই একটানে নিতুর খোঁপার ফুলটা ছিঁড়লেন, খোঁপাটা খুলতে গিয়ে এলোপাথাড়ি ক্লিপ টানতে লাগলেন,
-------ব্যাথা পাচ্ছি... অাল্লাহ।
-------তুই ইচ্ছে করেই খোঁপাটা করেছিস, তাই না?? সারাবছর তো চুল খোলা, অাজ খোঁপা কেনো?? পিঠ খালি করে ব্রা দেখাবি বলে তাই?? সাদা ফিনফিনে ব্লাউজের সাথে সাদা ব্রা পড়েছিস। দশ মাইল দূর থেকে সিগনাল দেখা যাচ্ছে।
সাদা ব্লাউজের নিচে পড়তে হয়, কালো বা হলুদ ব্রা, তুই দেখাবি বলেই সাদা পড়েছিস... তাই না??

মাহবুব ভাই নিতুকে অাকাশ সমান চমকে দিয়ে , পিঠের দিকে ব্লাউজের ভেতরে হাত ঢুকিয়ে টেনে ব্রা টা ছিঁড়ে দিলেন। নিতু এবার শব্দ করে কেঁদে ফেললো।
-------অামি ইচ্ছে করে কিছু করিনি।
------ইচ্ছে করে করিস নি, ফাজিল। তুই গান গাইবার সময় তোর ছেলেবন্ধু গুলো হাঁ করে, তোর পিঠ অার পিঠের তিল গিলছিলো।

নিতু মেঝেতেই বসে পড়লো।
-------অামি বাড়ি যাবো।
-------বাড়ি কি অামি তোঁকে কাঁধে করে নিয়ে যাবো, যেভাবে পারিস, সেভাবে যা...

-------অামি একা কিছুতেই যেতে পারবো না।

মাহবুব ভাই নিতুকে তুলে ধরে বেঞ্চে বসালেন, নিজের পকেট চিরুনি দিয়ে চুলটা ঠিক করে অাঁচড়ে দিলেন।

ছেঁড়া ব্রায়ের হুকটাও অাটকে দিলেন, অাঁচলটা টেনে দিলেন.....

-------এখন বাড়ি যেতে হবে না। গানের প্রাইজ নিয়ে যাবি।
------অামি প্রাইজ পাবো না,
-------যেভাবে ব্রা দেখিয়েছিস, নির্ঘাত ফার্স্ট হবি।
নিতু বেঞ্চিতেই ঠায় বসে রইলো।
-------অায়..
------অামি যাবো না।
-------যাবো না মানে...
------তুই কি চাস?? তোঁকে অামি সবার সামনে দিয়ে কাঁধে করে নিয়ে যাই..
নিতু জবাব দিলো না।
এবং চোখের পলকেই,
মাহবুব ভাই নিতুকে উঁপুর করে কাঁধে নিয়ে রওনা হলেন,
নিতু দু-বার চেচালো, নামান বলছি অামাকে নামান, পরক্ষণেই মাহবুব ভাইয়ের কাঁধে কামড় বসিয়ে দিলো।
মাহবুব ভাই, সাথে সাথে নিতুকে নামিয়ে দিলেন।
------কামড় দিয়ে তো পাঞ্জাবি ছিঁড়ে নিয়েছিস বোধহয়। অামার চৌদ্দশো টাকার পাঞ্জাবি।

মাহবুব ভাই সেখানে দাঁড় করিয়েই চলে গেলেন। সেদিনকার ফাংশনে তাঁকে অার দেখা গেলোনা।

গানের জন্য নিতু ফার্স্ট প্রাইজ পেলো ঠিক ঠিক।
কিন্তু মাহবুব ভাই?? তিনি কেনো এমন হুট করে চলে গেলেন,
নিতু কি বেশি জোড়ে কামড় বসিয়েছে??? কামড় কি বেশি দেবে গেছে??. সেই সারারাত দুশ্চিন্তায় নিতুর ঘুম হলোনা। একবার ভাবলো, মাহবুব ভাই'কে ফোন করে খবর নেবে, পরক্ষণেই মনে হলো, ফোন করলে যদি উল্টো ক্ষেপে গিয়ে সারাবাড়ি জানিয়ে দেয়???

এক অাকাশ দুশ্চিন্তা অার অার এক রাজ্য মন খারাপ নিয়ে নিতু গানের প্রাইজ পাওয়া ক্রেস্টটা ভেঙ্গে টুকরো টুকরো করে ফেললো।


Bạn đang đọc truyện trên: Truyen247.Pro