অবাক আমি
হাত বাড়িয়ে পাইনা ছুঁতে যবে,
অশ্রুগুলিকে মেঘ করে যায় তাড়া
জানিনা সে আমার কবে হবে,
অপেক্ষাতে পুড়ছে লক্ষীছড়া।
চেয়েছিলাম আঁকবো ধনু তার ঠোঁটে,
লাল গোলাপ আর হিজল পাতার তুলিতে,
ভেবেছিলাম বাঁধবো ঘর ঐ নীল তটে,
রাখবো আঙুল তোমার অধর গুলিতে!
গোধূলি লগন পেরিয়ে যাবার প্রাক্বালে-
আমরা তখন বৃন্দাবনের ভূমিতে-
ফেরার পথে সন্ধ্যাতারারা আটকালে,
ভেবেছিলাম ভরিয়ে দেবো চুমুতে।
অবাক আমি তাকিয়ে তোমার মুখ পানে
কত শতাব্দী হারিয়ে যাবে অনন্তে,
তোমার নেশায় টানলে ধোঁয়া সুখ আনে,
কত সহস্র ঠেকছে এসে বসন্তে-
হয়তো যদি একটু খানি দেই ব্যাথা,
যখন তোমায় আঁকড়ে রবো বুকে,
পাঁজর ভেঙে ঢুকিয়ে নিতে সেথা-
সেদিন কি কেউ পারবে দিতে রুখে!
সেদিন হবো পুব দরিয়ার মাঝি,
সুখ সাগরে নিত্য যাওয়া আসা,
তোমার জন্য দুঃখ নিতেও রাজি,
আমার যে চাই তোমার ভালোবাসা।
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro