লেখিকার কথা
অনেকদিন থেকেই ভাবছিলাম বাংলায় একটা বই পাবলিশ করবো।করছি করবো করে করে আর করা হয়ে উঠেনি।অনেকগুলো বাংলা ছোটগল্প খাতায় জমে আছে।সেগুলো এখানে পাবলিশ করা হবে।
প্রথমেই বলে নিচ্ছি, শখের বশে লিখা, তাও আজ থেকে বেশ কয়েক বছর আগে। ভুলভ্রান্তিতে ভরপুর। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ।
বিঃদ্রঃ ১ : আমি গল্পের শিরোনাম দিতে পারি না।সেটা আমার লেখা অন্য গল্পগুলোর টাইটেল দেখলেই বুঝবেন। সুতরাং এই বইতে লেখা গল্পগুলো হবে শিরোনামহীন।
পাঠকদের কেউ যদি মনে করেন আপনি গল্পের জন্য উপযুক্ত শিরোনাম দিতে পারবেন।তাহলে দয়া করে মন্তব্যে জানাতে পারেন। পছন্দ হলে যোগ করে দেয়া হবে।
বিঃদ্রঃ ২: দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না। ধন্যবাদ।
♥
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro