বারান্দায় বসে
~~~~~
দেখি মেঘ কালো করে আসমান ছেয়ে গেছে।
হালকা হালকা বাতাস এ যেনো সেই মধুর সুর।
এই হাওয়া আমার চুল ছুঁয়ে বয়ে যাচ্ছে অজানা দিগন্তে!
সে মন মাতানো হাওয়া, সেই সাত কন্যার দেশ।
হয়তো বা তুমিও অনুভব করছো এই আবহাওয়া,
এই ঝিরি ঝিরি বৃষ্টি তে হয়তো তুমি ভিজে যাচ্ছ।
এই এক একটা ফোঁটা জল তোমার ঠোঁটের কোনায়,
তোমার সেই হাসির ঝলক এ লেগে ভূমিতে পতিত।
তুমি কি একবারও ভাবছো আমার কথা?
যেমন আমি ভেবে কবিতা লিখছি আজ।
~~~~~~
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro