নিশির ডাক
~~~~~~
ভালবাসা ছিল আমার জীবনে,
ভয়ানক এক নিশির ডাক,
হারিয়ে ফেলেছিলাম নিজেকে
কিন্তু সেইসব কথা থাক!
আজ যখন তোমাকে দেখি,
মনে পড়ে সেই সব দিন,
ভাবতাম কতই না সুখ জীবনে,
বুঝিনি দুঃখে ভরা এ ভুবন তিন.
জীবনে তুমি এসেছিলে,
প্রেমের বার্তা সাজিয়ে এনে ,
বুঝতে পারিনি তুমি সেই তুফান,
রুদ্রমূর্তি তোমার কেই বা চেনে?
সঙ্গী বলে করেছিলাম আপন,
দিয়েছিলাম আমার স্বপ্ন সব,
ভালোবেসে ছিলাম শুধু তোমাকেই,
আর আমার শুধু নিঃসঙ্গতার রব!
জানতাম না কি ভয়ানক তার পরিণাম,
এ জীবন এখন যেনো মৃত্যু তুল্য.
আমার হৃদয় ভেঙে গেলে তুমি,
দিয়ে দিলে সেই ভরসার মূল্য।
~~~~~
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro