পাখি হয়ে নয়
পাখি হয়ে নয়,
আমি তো তোমায় উড়িয়ে দিতে চাই মৃদু আদ্রতার ক্ষুদ্র অদৃশ্য বাষ্পকণার মত,
শুভ্র মেঘের রাশিমালা হয়ে উড়ে উড়ে
সমগ্র নভোমণ্ডল জুড়ে তুমি হবে সমাদৃত, পৃথিবীর পাহাড় পর্বত, হিমালয় ঘিরে হবে আবর্তিত।
আবার বাদলা দিনে বৃষ্টির পানি হয়ে আবার ফিরে আসবে এই মাটির বুকে,
সমগ্র খাল, বিল, নদী, নালা, সাগর বয়ে তরঙ্গের সাথে বয়ে বয়ে পরিব্রাজকের মত...
....প্রতি কণা অণু পরমাণুর সাথে মিশে গিয়ে জাগতিক সব কিছু বিবর্তিত করে কোনদিন ফিরে এলে, সেদিন জিজ্ঞেস করবো তোমায়,
_'কি! আমার মত অমন করে কেউ কি পেরেছিলো তোমায় ভালবাসতে?"
০৮-০৪-২০২০
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro