ধূলোয় ধূসরিত ডায়েরী
✈ এইতো কিছুক্ষণ আগেই ঠিক করলাম মোবাইল থেকে না শোনা সব গান মুছে দেব।
স্পেস ইজ রানিং লো!
কিন্তু মুছতে গিয়ে কি হল জানিনা, কেন জানি খুব মায়া হতে লাগল! থাকনা, এখন না শুনলেও পরে না হয় শুনবো?
টাইমলাইন থেকে হেয়ালিপনা করে লেখা সব সস্তা মার্কা লেখা সরিয়ে দেব উদ্দ্যেগ নিলাম।
আবারো একই ঘটনা।
এই ছোটখাটো হেয়ালীপনা স্ট্যাটাসটার উৎসটা কত অকৃত্তিম কিছু ভালোলাগার গল্পে গাঁথা তা তো আর কেউ তো জানার কথা না। তাই হলনা এটাও...
বুকে হাত দিয়ে মনে হতে লাগল ,
আমাদের প্রত্যেকের হৃদয়ের ডায়রিতে এমন কিছু স্মৃতিময় অধ্যায় পড়ে রয়েছে, যার ভাজ না খুলতে খুলতে আঠা হয়ে আজ বেঁধে গেছে পাতায় পাতায়।
সেই পাতাগুলি হয়ত আর মনোযোগ দিয়ে পড়া হবেনা কোনোদিন।
তবু সেই পাতাগুলি যে আর ছেঁড়াও যাবেনা কোনোদিন। দোওয়া করি উইপোকারা যেন কোনদিন খোঁজ না পায় সে পাতার!! মৃত কিছু স্মৃতি নিয়ে বেঁচে থাক সে লেখা কলিজায়!! :')
.
.
#ShawOn_Eric
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro