চড়ুইপাখি
ওইদিন বারান্দায় বসে ছিলাম। বড় পাথরকুচি গাছটার নিচে ছোট একটা মাথা তুলেছে। তার পাতা কয়টা গুনছিলাম। আমার কোলে দি র্যাভেন কিং বইটা পরে আছে।
হঠাৎ একটা চড়ুই এসে বসল জানালার কার্নিশে। একটু ফ্যাকাসে রঙ। সম্ভবত স্ত্রী চড়ুই - পুরুষ চড়ুইর মতো এরা এত উজ্জ্বল হয় না।
আমি দম বন্ধ করে বসে রইলাম আর চোখের আড়ালে চেয়ে চেয়ে দেখতে লাগলাম। জানি - একটু নড়াচড়া করলেই উড়াল দেবে।
মাথা একটু হেলিয়ে চড়ুইটা আমাকেই দেখতে লাগল।
জীবনে সম্ভবত হাজার বারের মত আমি ভাবতে লাগলাম - আহ, দুটো ডানা থাকলে কত কিছুইনা করতে পারতাম… এদিকে চড়ুই চেয়েই আছে একদৃষ্টিতে। কি ভাবছে? সম্ভবত চিন্তা করছে - দুটো হাত থাকলে সে কত কিছুইনা করতে পারতো…
বেড়ার ওপারের ঘাস সবসময়ই সবুজ দেখায়।
আমি মুচকি হেসে বইটা খুলে বসলাম। ওরা গানজির ভবিষ্যৎ দেখছে। চড়ুইটা আরো কিছুক্ষণ চেয়ে থেকে উড়ে চলে গেল।
[বলেছিলাম, আমার যে স্ক্রু ঢিলা। বুঝেছেন কি, কি বোঝাতে চেয়েছি? আচ্ছা, শুধু এতটুকু মাথায় রাখুন যে, আমি যা পেয়েছি, দুনিয়ায় অনেক মানুষ তা পাচ্ছে না। তাই অতটুকুতেই সন্তুষ্ট থাকলে হয় না? হ্যা, আমি থাকব।]
এবার তাহলে আসি, কেমন?
RealPirateKing 🍂
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro