পুরোনো ঘুড়ি
ক্ষুদ্র কায়ার অঙ্গে মাখিয়ে
রুদ্ধ করিবো দ্বার,
অন্ত্রে সেধিয়ে, মন্ত্রে বাঁধিয়ে
বাঁধবো সুধার হার!
পড়াবো যখন অঙ্গে তোমার,
উষার আলো থাকবেনা,
অস্ত তখন সন্নিকটে
পুরোনো কোকিল ডাকবেনা।
সে প্রহরে মরচে পড়া দুঃখ কিছু রইবেই, তবু..
নতুন কোনো আশার আলোয়, পুরোনো ঘুড়ি বইবেই!
🌻সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা🌻
🎆🎆🎆🎆✨🎉🎉✨🎆🎆🎆
:)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro